যখন আমি ছোট ছিলাম
বুঝতাম না আমি কিছু,
তখন বুঝি সবই ছিলো
ছিলো আমার অনেক কিছু।
মায়ের কোলে হেসে খেলে
কেটে যেত বেলা,
আদর করতো সবাই আমায়
থাকতো গলায় ফুলের মালা।
যখন আমি নিজের বুঝ বুঝতে গেলাম
বাড়লো আমার জ্বালা,
আয়নার মাঝে চেয়ে দেখি
চেহারা আজ আমার কালা!
মায়ের কোলেই ছিলাম ভালা
ছিলোনা কোনো চাওয়া পাওয়া।
আছি আজ আমি মহা দুঃখে
মায়ার নদীতে ডুবে,
ভুল দেখি সবই ভুল
ছেড়ে মায়ের কোল।
মাগো তোমার কোলে,
আমি আরেকটি-বার
থাকতে চাই আনন্দে দোলে।
যখন আমি ছোট ছিলাম
বুঝতাম না আমি কিছু,
তখন বুঝি সবই ছিলো
ছিলো আমার অনেক কিছু।