আনন্দ আজ হয়েছে আনন্দে আত্মহারা
আকাশ বাতাস বৃক্ষ তরুলতা হয়েছে আজ আনন্দে দিশেহারা,
বুলবুলি গুনগুনিয়ে শুনিয়ে যায় কানে
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবীবাল্লাহ্ বলে।
বারোই রবিউল আউয়াল
বিশ্বনবির শুভ জন্মদিন এসেছে।
বেহেস্তের পরীরা ডেকে বলে ফেরেশতাদেরকে
ঐদেখো ত্রিভুবন সাজে আজ মনের রঙেতে রাঙিয়ে ভুবন আনন্দে,
ফুলের পাপড়িগুলো লুটিয়ে নূর নবির নূরের কদমে
জপে ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবীবাল্লাহ্ বলে।
গরিব ধনীর ভেদাভেদ ভুলে
নতুন জামা পরে, কোরমা পোলাও খেয়ে
ইদে মিলাদুন্নবির আনন্দ ভাগ করে নিব সবার সাথে রে,
সবাইকে জানাই মোবারক ইদ মোবারক যে।
দয়াল রাসুলের শুভ জন্মদিনে
খুশি হয় না কাফের মুনাফিক এজিদের দলে,
আশেকে রাসুলগণে মনের আনন্দে
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবীবাল্লাহ্ জপে।
দেখো পড়ে কুরআনে সূরা আম্বিয়ার ১০৭নম্বর আয়াতে
দয়াল রাসুল হচ্ছেন রহমত মানবজাতির লাগিয়া যে,
সে রাহমাতুল্লিল আলামিনকে ভালোবাসলে পাবে রহমত তোমার ঘরে।
ইদে মিলাদুন্নবির আনন্দ ভাগ করে নিব সবার সাথে রে,
সবাইকে জানাই মোবারক ইদ মোবারক যে।