আল্লাহ রাসুল দুই পাবে
গেলে দেওয়ানবাগে
মুর্শিদ আমার খোদার ছবি
দেখেছি চাঁদের মাঝে।
যে রূপ ছিল মাওলার
লুকিয়ে গোপনে,
আসলেন তিনি এই ধরায়
মাহবুব-এ-খোদা নামে।
মুর্শিদ আমার খোদার ছবি
দেখেছি দুই নয়নে।
বাবে রহমতে যাবে
দেখবে নূরের পুতুল
তাঁরই মাঝে কথা বলে
আল্লাহ আর রাসুল।
মুর্শিদ আমার খোদার ছবি
দেখেছি চাঁদের মাঝে।
সূফী সম্রাটের মুখের বাণী
যতই আমি শুনি
দিল হয় খোদার নূরে রওশনি।
আল্লাহ রাসুল দুই পাবে
গেলে বাবে রহমতে
মুর্শিদ আমার খোদার ছবি
দেখেছি দুই নয়নে।
মুর্শিদ আমার খোদার ছবি
দেখেছি চাঁদের মাঝে।