পাখির কন্ঠে বিজয়ের সুর
বলিয়া যায় ভালোবাসি
আমার এই সোনার বাংলা,
ভেসে গিয়েছিলো রক্তে রাজপথ
সেই বায়ান্ন একাত্তরের দিন।
মনে পড়ে যায় সেই দিনের কথা
মা বলেছিলো তুমিই পারবে
এনে দিতে স্বাধীনতা,
সালাম বরকত রফিক জব্বার
আরো কত নাম না জানা
বাংলা মায়ের বীর সন্তান
ঢেলে দিলো তাজা প্রাণ।
নয়টি মাস ঝরিতে থাকে
বাঙালির গাঁ থেকে রক্তজল
কত নির্যাতন
অবশেষে এলো স্বাধীনতা
পেলাম পরিচয়
হাতে বিজয়ের পতাকা।
বাংলা মায়ের
বাংলা সন্তান আমি,
আজ আনন্দে সবাই
এক সুরে বলি
আমার সোনার বাংলা
তোমায় ভালোবাসি।