মানুষের কতকিছু থাকে
বন্ধু থাকে
প্রেমিক থাকে প্রেমিকা থাকে,
অভিমান করে
রাগ হলে চুপটি করে বসে থাকে
আর আমার কিছুই নেই।
রাগ করি না
রাগ করার মানুষ নেই
অভিমান করি না
অভিমান করার মানুষ নেই
মন খারাপ করি না
মন থাকলে না মন খারাপ হবে,
তাই বসে থাকতেও পারি না
শুধু ছুটাছুটি করি
কোথায় যেনো মানুষটি।
সুখ দুঃখ বলে চ্যাচিয়ে কান্না করি না
দুঃখ পেয়ে অবাক হই না, খুব হাসি
কারণ দুঃখ দেখার মানুষ নেই,
মানুষের কতকিছু থাকে
টাকা থাকে
বাড়ি থাকে গাড়ি থাকে
ঘরে সুন্দর নারী
আর আমার ভালোবাসার মানুষ নেই
নেই বন্ধু।
বড্ড আমার হাসি পায়
দেখে আজব দুনিয়া হায়,
মানুষগুলো কেমন জানি!