এক মরণে দুজনে মরে সে মরণ কজনে মরিতে পারে
চাইলেই কী পাইবা মনা প্রেম কী সহজে মিলে,
প্রেম কারো কাছে ইবাদত কারো কাছে পাপের সমতুল্য
কেউ রাখে বানিয়ে রাজরাণি কেউ বা আবার স্বেচ্ছায় হয় দাসি।
লাইলী পাগল মজনুর লাগি মজনু পাগল লাইলীর লাগি
এটাই তো প্রকৃত ভালোবাসা কজনে করে সে আশা,
হায় প্রতারণার পাহাড় জগৎ জুড়ে
নাই এমন প্রেম এক মরণে দুজনে মরে।
দেহের সাথে হয়না রে প্রেম, মনের সাথে হলে মনের মিলন
অমর প্রেম অমর জীবন।
দেখলে প্রেমের বর্তমান দ্বারা পাই ব্যথা
নেই প্রেম আছে শুধু স্বার্থের কথা।
রজকিনী আসতো যখন কাপড় ধুতে ওপারের ঘাটে
চণ্ডীদাস তখন মাছ ধরার ছলে বড়শি নিয়ে এপারেতে বসে দেখতো তাকে,
এভাবে চলতে থাকে চণ্ডীদাস আর রজকিনীর ১২ বছর
তুমি কয়দিন নিয়েছো তোমার প্রেয়সীর খবর?
প্রেমের একটাই কথা তুমি পাইলে আমিও পাই ব্যথা
দুইটি দেহের একটি প্রাণ, আজ গায় কজনে এমন প্রেমের গান!