না বললেই নয় তবু কিছু কথা বলতেই হয়
বন্ধুরা তোমাদের উপদেশ দিতে নয়,
খাও দাও সঞ্চয় করো জ্ঞান অর্জন করো
এটাও এক বড়ো সঞ্চয়, বৃদ্ধকালে অর্থের বড়ো প্রয়োজন হয়।
বাবা মায়ের ভালোবাসায় তুমি রঙিন
বাবা মা বৃদ্ধ হলে ভুলে যেওনা তাদের ঋণ,
থেকো তাদের পাশে
এটাও এক বড়ো সঞ্চয় আখেরাতে।
বন্ধুরা উপদেশ দিতে নয় তবু কিছু কথা বলতেই হয়
যারা ছিলো তোমার বিপদের দিনে
তুমিও থেকো তাদের বিপদে,
যে তোমাকে শত্রু ভাবে তুমি তাকে বন্ধু করে নিও
তখন সে আর তোমার শত্রু নাহি রবে।
না বললেই নয় তবু কিছু কথা বলতেই হয়
জীবন খুবই সুন্দর, সুন্দর পৃথিবীর মানুষ
তুমি বেঁচে থাকো এই মানুষ ভালোবেসে,
কজনে পারে এই মানুষকে ভালোবাসতে?
এটাও এক বড়ো সঞ্চয় মানব জীবনে।
তোমাদের উপদেশ দিতে নয়
তবু কিছু কথা বলতেই হয়,
বাবা মাকে ভালোবেসে তাদের দোয়াতে তুমি থাকো
এটাও এক বড়ো সঞ্চয় সন্তান হিসেবে।
বন্ধুরা তোমাদের উপদেশ দিতে নয়
মানুষের হৃদয়ে আঘাত দিতে নেই,
তাতে ব্যথা পায় প্রভু দয়াময়
ব্যথা পায় আমার হযরত মোহাম্মদ,
কজনে পারে এই মানুষকে ভালোবাসতে?
তুমি বেঁচে থাকো এই মানুষের দোয়াতে।