আমার নয়নের জলে গাঁথা মালা
হোক তোমার চরণের নুপুর
সজনি গো বুঝিবে তখন
বেজে ওঠবে যখন বেদনার সুর!
গোলাপের বেদনা কে দেখে
সুবাস ছড়িয়ে সে হাসে
তার হাসির ভেতর কান্না থাকে
ঝরে হয় যখন পথের ধুল!