হে পৃথিবীর মানুষ,
যদি কোনোদিনও তোমার উপকার করে থাকি—
তুমি সে উছিলায় তোমার প্রার্থনায় রাখিও,
ক্ষমা করে দিও, দোয়া করিও।



হে পৃথিবীর মানুষ,
অবহেলা পেতে পেতে এই পর্যন্ত বেঁচে আছি।



হে পৃথিবীর মানুষ,
আমি কোনোকিছুতেই আসক্ত নই—
কিন্তু যা পছন্দ করি, তা আমি আমার রক্তে মাখি।



হে পৃথিবীর মানুষ,
আমার মৃত্যুতে যদি কারো মুখে হাসি ফুটে তবে তা ফুটুক, হাসতে দাও।
আমার বিদায়ে এইটুকু আনন্দ আমারও,
আমি যে আমার মৃত্যুর সময়ও কারো না কারো মুখে হাসি ফুটিয়েছি।



হে পৃথিবীর মানুষ,
আমি যাচ্ছি আমাকে আনন্দের সাথে— কালিমা পাঠে
ঘুমাতে দিও, দোয়া করিও।