হে সূফী সম্রাট,
আসিয়া তুমি ধুলির ধরায়
মানবজাতির হৃদয়ে নূরের প্রদীপ জ্বালাও।
বিধাতার রঙে রঙিন তুমি
দয়াল রাসুলের চরিত্রে চরিত্রবান
সত্যকে প্রচার করতে হেথায়
মাওলা তাঁর প্রিয়কে পাঠায়।
ধর্মের গায়ে লাগিল যখন অপবাদ,
তুমি তো করিলে সর্ব প্রথম প্রতিবাদ।
তোমারি সেই মধুর কন্ঠের সুরে
মোহাম্মদী দল আজ ঘরে ঘরে।
হে সূফী সম্রাট,
তুমি করেছ স্বাধীনতার ভবিষ্যৎ বাণী প্রদান
তোমারি দয়াতে সোনার বাংলা
পেয়েছে স্বাধীন তার অপূর্ব স্বাদ।
তোমায় মানে না যারা
তারা এজিদ, ও রাসুলের দুশমন,
তুমি মোহাম্মদী ইসলাম প্রচারে
এনেদিলে নতুন এক প্রাণ।