সত্য সুপথে চলরে আমার মন
সত্য সুপথ না চিনলে ঘটবে অঘটন
সত্য সুপথ না চিনলে ঘটবে দূর্ঘটন।
সবাই ওরে মুখোশ পরা
আসলে কে যে মরা!
জিন্দা লোকে কভু বুঝেনা
প্রেমের মূল কারণ,
সত্য সুপথে চলরে আমার মন।
কেহ বলে টাকা টাকা
কেহ বলে আল্লা আল্লা,
কেহ বলে ধুর বাবা
ছাইড়া দে মইরা যাইগা।
আসলে কে যে মরা!
সবাই ওরে মুখোশ পরা,
সত্য সুপথ না চিনলে ঘটবে দূর্ঘটন
সত্য সুপথ না চিনলে ঘটবে অঘটন
সত্য সুপথে চলরে আমার মন।
কারো মুখে ভালোবাসা-বাসি
কারো গলায় দেখি ফাঁসি,
কেহ কাঁদে কেহ হাসে
মিছে দুনিয়ায় রঙমহল রাশি রাশি।
সত্য সুপথে চলরে আমার মন
সত্য সুপথ না চিনলে ঘটবে অঘটন
সত্য সুপথ না চিনলে ঘটবে দূর্ঘটন।