কার কি পুড়েছে জানিনে
অধমের পুড়ছে হৃদয়।
ফুলের কথা বলছি না
বলছি ইয়াকুবের মতো অধম বিরহে পুড়ছি,
ইয়াকুব তো পথ পেয়েছে
অধমের কি হবে?


-২
ইয়াকুবকে বললাম তুমি ইউসুফকে পেয়েছে,
আমি আমার মাঝে বিরাজমান সত্তাকে খুঁজছি।
সে বলল ‘অধম তাকে পেতে চাও?
—বললাম হ্যাঁ।
ইয়াকুব বলল ‘তুমি আমার মতো অন্ধ হও
বিচ্ছেদ সও, প্রেমের বন্ধন রাখো বিশ্বাস ভক্তিতে।