গায়ের রক্ত চোখের জল
দুঃখ মিশাইয়া বানাইছি পেনবল
খাতা আমার হৃদয়খানি
যে কথা লেইখা গেছি
মরার পরে বুঝবা তুমি
আঘাত পাইছি কতখানি।
সুরকারে দেয় সুর
গীতিকারে লিখে কথা
কবি বলে ছন্দে কবিতা
আমি বলি ভালোবাসি
ভালোবেসে হয়েছি দোষী
মরার পরে বুঝবা তুমি
আঘাত পাইছি কতখানি।