১.
আমার কাছে তুমি কি চাও
—আমি তোমাকে চাই।
আমাকে পাওয়া তো সহজ না
—তোমাকে পাওয়াই সহজ
যদি তুমি নিজগুণে সহজ হও।


২.
আমি তোমাকে জানতে চাই।
সে বলল
“আগে মানুষ জানো,
যে মানুষ জানে সে আমাকে জানে।


৩.
তাকে বললাম তুমি এতো সুন্দর কেনো।
সে বলল
“তুমি সুন্দর তাই,
সে এটাও বলল
আমি সুন্দরকে ভালোবাসি।


৪.
পৃথিবীর চেয়েও অমূল্য সম্পদ তোমার ভিতরে
কিন্তু তুমি সে সম্পদের তালাশ করো না,
অথচ সে সম্পদ তুমি পেয়ে গেলে
পৃথিবীর সম্পদ তোমার কাছে তুচ্ছ।


৫.
অধম দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো
কেঁচো যেমন মাটিতে থাকে,
কিন্তু মাটির মায়া তাকে—
মায়াজালে বন্দী করতে পারে না।