পরকে তুমি শত্রু ভেবে
সময় কেনো নষ্ট করো,
শত্রু তোমার নিজের সাথে
তোমার হাতে খাচ্ছে সে,
রাখছে চোখ তোমার চোখে
বলছে কথা তোমার মুখে।
কে বাসলো ভালো তোমায়
কে করলো ঘৃণা,
তা ভেবে তুমি
সময় নষ্ট করো না,
যাচ্ছে সময় আর পাবে না ফিরে
দেহ থেকে আত্মা বের হলে।
মানুষ তো দূরে যাবেই
আত্মাকে তুমি বন্ধু করো,
আত্মাই তোমার শত্রু আবার বন্ধুও সে
মানুষ কি স্বার্থ ছাড়া কারো জন্য কাঁদে?
আত্মা তোমার কথা ভাবে।