বুক ভরা স্বপন নিয়ে
জন্মে ছিলো এই ভবে,
তবে সেই স্বপন কি
স্বপনই হয়ে রবে।
ক্ষুধার্ত হয়ে কাঁদে দিন-রাত
সেই খবর নেয় না কেউ,
জিজ্ঞেস করে তুমি কি জাত!
মানবতা আজ কোথায় তুমি?
যারা বলে তোমার কথা
স্বার্থে আঘাত পরলে,
তারাই দেয় প্রাণে ব্যথা।
তোমার নাম বিক্রি করে
এই স্বপনের মহিমায়া জগৎ মাঝে
কত রঙে তারা যে সাজে,
মানবতা তবে কি তুমি
চার দেয়ালে বন্দি?
কাঁদিছে অসহায় নীরব জাতি।