কত মানব ধন্য হইলো পাইয়া চরণখানি
আমি অধম আজও তোমায় ভালোবাসতে পারিনি
দয়াল আজও তোমায় ভালোবাসিনি।
কতজনে ভাঙা তরী লইয়া দিলো পারি
আমি অধম পারে বইসা অঝোর-নয়নে কাঁদি
দয়াল তোমায় পাইতে কাঁদি।
জানি না কোন কর্মদোষে
রাখো দূরে তোমা হতে
আমি বড় পাপী দয়াল
আজও তোমায় ভালোবাসতে পারিনি
আমি অধম আজও তোমায় ভালোবাসিনি।
জানি না কোন সাধনায় পাইবো তোমায় আমি
নিজগুণে আপন মনে ক্ষমা করো তুমি
দয়াল ক্ষমা করো তুমি।
দাও হে ভিক্ষা নূরের চরণখানি
চুমিতে চুমিতে যেন আমি অধম মরি
দয়াল আমি অধম মরি।
দয়াল মরিতে চাই তোমার চরণে
একটাই র্প্রাথণা করি
আমার সকল সাধন ভক্তি তোমার চরণখানি।