হৃদয়ের কত কথা বলা হয়নি তাকে
তার কথা হৃদয়ে ব্যথা হয়ে ধরে।
কিছু কী পাওয়ার ছিলো বাকি
তার জন্য আজো কাঁদে দু’আখি।
ভালোবাসায় যদি না কাঁদে মন
ভালোবাসা মিছে, মিছে এই জীবন।
হৃদয়ের কত কথা বলা হয়নি তাকে
তার কথা হৃদয়ে ব্যথা হয়ে ধরে।
সে এখন কেমন আছে, আছে কী সুখে
সে খবর নিয়েছ কী মন দুঃখ পেয়ে বুকে?
ভালোবাসার মানুষ যদি থাকে সুখে
তবেই তুমি সুখী ভালোবেসে তাকে।
কীসের এতো দুঃখ, দুঃখ দুঃখ করো
জীবনটাকে ভালোবেসে গড়ো।
এটাই নিয়তির নীতি
সুখ দুঃখ হাসি কান্নায় ঘেরা এই জীবন রীতি।
সুখ যে ত্যাগ করে সেই তো বড়ো
কীসের এতো দুঃখ, দুঃখ দুঃখ করো।
কেউ কারো নয়, এসেছ একা যাবে একা মাঝ পথে মায়া
চোখের আড়াল হলে তুমি ভুলে যাবে সবাই তোমার ছায়া।
হাসি মুখে পথ চড়ো
কীসের এতো দুঃখ, দুঃখ দুঃখ করো।