ওরা মিথ্যে লুটিয়ে তোমারই চরণে
থাকিতে চায় ধরণীতে
ওরা প্রার্থনায় বসে বলে প্রভু
অন্তরে নাই তুমি কভু
তাই দুঃখ তুমি পেয়েছ
তোমাকে চায়নি
চেয়েছে ওরা নিজেকে।
আপনাতে যে শান্তি
থাকিতে চাই চরণে
মিথ্যে হতে বাঁচাও আমারে
ধরণী তোমারই ধনের মালিক তুমি
সবকিছুর চেয়ে তুমিই দামী
তোমাতে যে শান্তি দেখেছি
তাই থাকিতে চাই চরণে।