এগুলো কী, ব্যথা। ধুর বোকা
ব্যথা জমিয়ে রাখতে নেই।
দুঃখ হজম করতে শেখো,
তখন মানুষের দেয়া আঘাতে তুমি ব্যথিত হবে না।
আমি দুঃখ নিয়ে
উড়িয়ে দিয়েছি নিজেকে আকাশে,
তুমিও ব্যথাকে মুক্ত করে দাও।
আরে বোকা, দুঃখ আবার কী!
পায়ে জড়িয়ে থাকা শিকল খুলে ফেলো আজ,
মুক্ত করো তুমি তোমাকে।
তোমাকে অনেকটা পথ হেঁটে যেতে হবে
কেউ সাথে থাকবেনা তোমার,
একলা তুমি তোমার পথ হেঁটে যেতে হবে আজ।
এগুলো কী, ব্যথা। ধুর বোকা
ব্যথা জমিয়ে রাখতে নেই।
আমি আমারে ব্যথা থেকে মুক্তি দিয়েছি
শক্ত করেছি আমি আমারে।
অযথা তুমি ব্যথা নিয়ে চিন্তিত!
তুমি পাখি হও
হও আকাশের ঘুড়ি,
তুমি তোমারে মুক্তি দাও,
তখন মানুষের দেয়া আঘাতে তুমি ব্যথিত হবে না।
আরে বোকা দুঃখ বলতে নেই কিছুই
তুমি তোমারে মুক্তি দাও, এটাই সুখ এটাই আনন্দ।
ব্যথা জমিয়ে রাখতে নেই।