আমি আমার প্রেমিকার ছবি এঁকেছি
কবিতার মাঝে, ছন্দের রংতুলিতে ছিল—
ছোঁয়া আর পাওয়ার রং।
অথচ আমি তাকে ছুঁইনি
আমি তাকে পাইনি,
তাকে ছোঁবো বলেই যুগে যুগে আসি
ছুঁতে পারিনা বলেই ফিরে যাই
আবার আসি, আবার ফিরে যাই
সে রয়ে যায় কবিতার মাঝে।
সে পাখি হয়ে উড়ে যায়
সে আকাশে ঘর বাঁধে,
অথচ আমি পাখি হতে পারলাম না
আকাশে ঘর বাঁধতে পারলাম না,
তার সাথে রয়ে গেলো—
আমার জন্মান্তরের ব্যবধান!
সে কবিতায় রইলো, সে পাখি হইলো
সে ঘর বাঁধলো, আর আমি
আমি তাই এঁকে গেলাম
ছোঁয়া আর পাওয়ার রং।