নয়নে থাকিও তুমি থাকিও ধ্যানে জ্ঞানে
রক্তে মিশিও তুমি থাকিও হৃদয়ে
মিশিও তুমি আমাতে মিশিও জীবনে।
তুমি বিহীন জীবন মূল্যহীন,
থাকিও স্মরণে রাখিও চরণে
ধ্যানেতে থাকিও তুমি থাকিও নয়নে
তুমি থাকিও মোর সকল জনমে।
তোমাতে পেয়েছি ভালোবাসা
পেয়েছি বেঁচে থাকার আশা,
নয়নে থাকিও তুমি থাকিও ধ্যানে জ্ঞানে
রক্তে মিশিও তুমি মিশিও জীবনে।
পাপীর পাপের দিকে যদি তুমি চাও
ক্ষমা পাবার যোগ্য নই আমি
তোমার ক্ষমার নজরে তাকাও,
হতে চরণদাস কাঁদি পাপী গোপনে
তুমি থাকিও মোর জীবন যৌবনে,
জ্ঞানেতে থাকিও তুমি
তুমি থাকিও মোর কঠিন নিদানে।
তোমার প্রেমে মনসুর হেল্লাজ ছিল ব্যাকুল
হযরত বেল্লাল হয়েছিল আশেকে রাসুল,
আমি পাপী গাই তোমার গান
বানিয়ে রেখো তোমার গোলাম,
ধ্যানেতে থাকিও তুমি থাকিও নয়নে
তুমি থাকিও মোর সকল জনমে।
মানুষ যেন অমানুষ না হয়ে যাই
অর্থ আর স্বার্থের ধোঁকায়,
ভয়ে থাকি হে দরদী
চলিতে চাই তোমার ইচ্ছায়।
আমি পাপীর কাছে সুখ দুঃখ দুই সমান
তুমি মহান হে দরদী তুমি মহান,
তোমাতে দেখেছি অদেখারে আমি
তুমি তো মোর সে ছবি,
যারে দেখেছি হৃদয় কাবায়।
যদি থাকো তুমি পাশে ভয় নাই পাপীর মরণে,
থাকিও তুমি ধ্যানে জ্ঞানে থাকিও তুমি নয়নে
থাকিও তুমি রক্তে থাকিও মিশে হৃদয়ে,
জ্ঞানেতে থাকিও তুমি
তুমি থাকিও মোর সকল জনমে।