অন্যের দুঃখ দেখে আমি
কিভাবে থাকি সুখে
সকলের দুঃখ ঘুচে দিয়ে
সুখ দিও আমারে,
নয়তো তুমি তোমার সুখ
তোমার কাছে রাখিও
সকলের দুঃখ তুমি
আমার বক্ষে ঢালিও।
এই জগতে আমি সুখী
নাম তাই সুখওয়ালা
আপন মনে বাজাই বাঁশি
দুঃখের সাথে করে মোকাবেলা,
সুখ সেতো তোমার চরণে
করিতেছে খেলা
মরিচীকার পিছু ছুটে
মানুষ বাড়ায় জ্বালা।
আমার মরণের শেষ বিদায়ে
ঐ চরণ যেন দেখি
এই জগতে আমি
হয়েছি শ্রেষ্ঠ সুখী,
সপে দিয়েছি ঐ চরণে
আমার এই জীবন
তুমি হও বিপদে
অধমের আপন।