মন মানুষ হইবি তুই মানুষ হইবি
মরার আগে একবার মরবি।
লেবাস পরে লেবাসের নিচে
অমানুষগুলো হিংসা পুষে,
ওদের সঙ্গ নাহি ধরবি
মন তুই মানুষ হইবি।
কুরআন পড়ে ইল্লাল্লাহু নাম জপলে
লোক দেখানো নামাজ কায়েম করলে,
তুই কী আল্লাহকে পাইবি?
আগে তুই মানুষ হইবি।
মন মোহাম্মদী প্রেম হৃদয়ে ধারণ করবি
আলোকিত মানুষের সান্নিধ্যে রইবি,
মন তুই আলোকিত মানুষ হইবি।
হযরত দয়াল পীর আম্মাজানের বাণী
‘জানতে জানতে জানোয়ার হয়ো না
মানতে মানতে মানুষ হও।’
মন তুই আলোকিত মানুষ হইবি,
মন তুই জ্ঞানী হইবি।
কতশত মা বোন হচ্ছে ধর্ষণ নির্যাতনের শিকার
নাম না জানা কত নারীর ঘটে মৃত্যু,
আর যেন না হয় মৃত্যু, ধর্ষণ নির্যাতন
তুই আজ শপথ নিবি।
চরিত্রটাকে মানুষ করবি, মন তুই মানুষ হইবি।
অমানুষগুলিরে মানুষ করবি,
সুন্দর একটা সমাজ গড়বি,
আমার সোনার বাংলাকে ভালোবাসবি।