তখন নাকি তার সময় ছিল না
সময় নাকি শেষ
এখন দেখি সে
ঘুরে বেড়ায় বেশ।
তখন নাকি ঘর থেকে
বাহিরে যেতে
দিতো না তার মা
এখন দেখি ঘুরে গিয়ে উদ্যান চন্দ্রীমা।
এখন তার কত সময়
কত আড্ডা দিচ্ছে
তখন সে বলেছিল
সময় নাকি নষ্ট হচ্ছে।
যেতে হবে ঘরে ফিরে
বাহিরে থাকা দায়
এখন সে সময় পাচ্ছে
কোথা থেকে সময় এখন পায়।
ছিল মিথ্যে তার কথা
চোখে ছলনার কাজল
আমার ভালোবাসাই সত্য
তোর দুঃখ কেনো বল?
আমার নেই কোনো দুঃখ
আজও আমি হাসি
ভালোবাসার কাঙ্গাল আমি
ভালোবাসায় বাঁচি।