আমি বুঝি মানুষ হলাম না
মানুষ হলে তবে
এমন কেনো ভবে
আমার দ্বারাই মানুষের উপকার হলো না
আমি বুঝি মানুষ ছিলাম না।
মানুষ ছিল নূর মোহাম্মদ
মানুষ ছিল সূফি সাধক
যাঁদের পরশে হৃদয় হতো শুদ্ধ
হৃদয়ে জ্বলতো প্রেমের জ্যোতি
জ্ঞান নয়ন খুলে যেতো
মানুষ মানুষ হতো
সে মানুষ আমি মানুষ হওয়া হলো না
আমি বুঝি মানুষ হলাম না।
মানুষ যে করতে পারে না সে মানুষকে আঘাত
মানুষ যে হৃদয়ে তার থাকে ভালোবাসার স্বাদ
মানুষ মানুষকে ভালোবাসবে
মানুষ মানুষের দুঃখে পাশে থাকবে
সে মানুষ আমি মানুষ হওয়া হলো না।