পৃথিবীতে এসেছ পৃথিবীকে খেতে নয়
পৃথিবীতে থেকে পৃথিবীকে কিছু দিতে হয়।
মরে গিয়ে বেঁচে মরে বেঁচে থাকার কথা কয়
পৃথিবীতে এসেছ পৃথিবীকে খেতে নয়।
তোমার যা আছে সবই যেন সবার হয়
সবার হয়ে দেখবে পৃথিবী তোমার কথা কয়।
জ্বালা ছাড়া মালার নাই কোনো দাম
সবাই কিন্তু দেয় না ভালো পরামর্শ, ভালো কাম।
বৃক্ষের ফুল কেনো যায় ঝরে
বৃক্ষে হয় কেনো ফল, ফল কেনো যায় মরে!
জেনে বুঝে করবে তোমাকে তুমি চাষ
লেজ ছাড়া কুকুর খায় কিন্তু ঘাস।
মরে গিয়ে বেঁচে মরে বেঁচে থাকার কথা কয়
পৃথিবীতে এসেছ পৃথিবীকে খেতে নয়।
জন্ম মৃত্যুর সূচনা সৃষ্টি হতে
এই রহস্য ভেদ আছে আপনাতে।
কে দিয়েছে ষোলআনা, কে নিয়েছে কেড়ে!
তুমিও একটা পৃথিবী, চিনে নিও তারে।
জেনে বুঝে করবে তোমাকে তুমি চাষ
লেজ ছাড়া কুকুর খায় কিন্তু ঘাস।
পৃথিবীতে এসেছ পৃথিবীকে খেতে নয়
পৃথিবীতে থেকে পৃথিবীকে কিছু দিতে হয়।