চোখের পলকে যায়রে চলে দিন
আসেরে ঘুরে সিয়াম সাধনার মাস,
খোদার প্রেমে মন করিতে রঙিন।
কুরআন পড়িয়া
নামাজ কায়েম করিয়া,
খোদার প্রেমে মন করিতে রঙিন।
এক মাসের শিক্ষা
বাকি এগারো মাস পথ চলা,
ও ভাই, বার মাসই রোজার শিক্ষায় পথ চলা।
একমাস সাজিয়া হাজি
এগারো মাস অন্যের করিলে ক্ষতি,
রোজার শিক্ষা আসবে কি-
তোমার আমার কাজে, বলো হাজি?
সিয়াম সাধনার মূল
ধরতে হবে নিজের চরিত্রের যত ভুল,
শুদ্ধ করিতে হবে নিজেকে
চিনিতে হবে নিজেকে।
খোদা বলেন কুরআনে,
“রোজা আমার জন্য-
আমি নিজেই দেই তার প্রতিদান।”
ও ভাই, গাও আল্লাহ্ ও রাসূলের নামের গান।
চোখের পলকে যায়রে চলে দিন
আসেরে ঘুরে সিয়াম সাধনার মাস,
খোদার প্রেমে মন করিতে রঙিন।