ধানে বিষ নৌকার তলা ফুটো
তাই ঘুচে না আমার অভাব বিশ্বাস নেই এক মুঠো,
যেদিন আমি খেতে পারবো পেট ভরে ভাত
বলতে পারবো মন খুলে কথা,
সেদিন আমার বিশ্বাস হবে পেয়েছি স্বাধীনতা।
এর আগে যদি কেউ বলো এই দেশ দরিদ্র মুক্ত
তবে আমি ভেবে নেবো তুমি কোনো দলের সাথে যুক্ত,
মুখে মধু অন্তরে তোমাদের বিষ
কতদিন হয় খাইনা ভাত আর নিরামিষ।
আলো দেখাও ভালো থাকো ঘুচে দিবে ব্যথা
তবে কেনো শুনতে পাওনা গরিবের কথা?
কত খবর ছাপা হয় খবরের পাতায়
গরিবের কথা শোনার কেউ নাই,
গরিব হয়ে জন্ম নেয়া কী অপরাধ?
কতদিন হয় খাইনা নিরামিষ আর ভাত।
সাগরে কতটুকু জল আছে
নদীতে কতটুকু জল থাকে?
তার চেয়েও অধিক জল এই মানুষের চোখে আর বুকে।
ধানে বিষ নৌকার তলা ফুটো
তাই ঘুচে না আমার অভাব বিশ্বাস নেই এক মুঠো,
যেদিন আমি খেতে পারবো পেট ভরে ভাত
বলতে পারবো মন খুলে কথা,
সেদিন আমার বিশ্বাস হবে পেয়েছি স্বাধীনতা।
এর চেয়ে বেশি আরকিছু লিখতে পারি না হায়
আছি অনেক দুখে ধুলির ধরায়,
রেখে গেলাম গরিবের কথাগুলো
তোমাদের বিবেকের আদালতে,
যদি জাগ্রত হয় মনুষ্যত্ব
নিও খবর গরিবের
দিও ঘুচে দুঃখ এই মানুষের।