শান্তির মূলকে ছাড়িয়া, শান্তি খুঁজিয়া বেড়ায় মানুষ
শান্তি খুঁজিয়া পায় না। শান্তির দূত বাবে রহমতে
সেথায় মানুষ যাও।
শান্তির বাণী শুনিবে তাহার মুখে
নূরের রূপ দেখিবে তুমি দুচোখে,
সেথায় শান্তি পাইবে
অশান্তি জনমের লাগিয়া ভুলিবে।
শান্তির ঠিকানা বাবে রহমত
সেথায় থাকে সূফী সম্রাট হযরত।
তাহার কাছে গেলে, তাহারে দেখিলে,
তাহার শিক্ষা নিলে, রইবে না তোমার দুঃখ চিন্তা ডর,
শান্তির ঠিকানা বাবে রহমত।
সেথায় নাই লোভ লালসা হিংসা বিদ্বেষ
মানে সবাই সূফী সম্রাটের আদেশ,
ঘুচে দেয় মনের কালি, হৃদয়ে আল্লা আল্লা জপি।
আশেকে রাসুলদের প্রেমের বাগান
চলে সেথায় মোহাম্মদী আইন।
শান্তির ঠিকানা বাবে রহমত
সেথায় থাকে সূফী সম্রাট হযরত।
-২
আলো আলো করে মানুষ আলো খুঁজিয়া পায় না
আলোর প্রদীপ বাবে রহমতে সেথায় মানুষ যাও।
আলোর প্রদীপের কাছে না গেলে আলো পাওয়া যায় না,
করিলে আলোর খোঁজ পাবে তুমি আলোর ঠিকানা।
পেয়েছে যারা সূফী সম্রাটের খোঁজ, সূফী সম্রাটকে ছাড়ে না
আমার মুর্শিদ দেওয়ানবাগীকে ভুলে না।
আলোর মূলকে ছাড়িয়া মানুষ আলো খুঁজিয়া পায় না
আলোর প্রদীপ বাবে রহমতে সেথায় মানুষ যাও।
হেরাগুহার আলোর শিক্ষা দিচ্ছে মাহবুব-এ-খোদা,
পেয়েছে যারা সূফী সম্রাটকে জীবন থাকতে ভুলে না।
শান্তির মূল, আলোর প্রদীপ
বাবা দেওয়ানবাগী আমার মুর্শিদ।