পৃথিবী একদিন সুস্থ হবে
ফিরে আসবে তার আপন ঠিকানায়,
কিছু প্রিয় মুখ হারিয়ে যাবে
ফিরে আসবে নতুন মুখ এই ধরায়।
সেদিন থাকবে না আর কোনো বাঁধা,
যে বাঁধা আজ মানুষের মাঝে তৈরি করেছে দুরত্ব
যে বাঁধায় ভুলে যাচ্ছে মানুষ মানুষের গুরুত্ব
বাড়িয়ে দিচ্ছে দুরত্ব!
না, থাকবে না সেদিন আর থাকবে না এই দুরত্ব
থাকবে শুধু মানুষের গুরুত্ব।
আবার মানুষ মানুষের হাতে হাত রাখবে,
আবার মানুষ তার প্রিয় মানুষকে নিয়ে এই শহর ঘুরবে,
পৃথিবীর সব মানুষ একসাথে বাঁচবে।
সেদিন তুমি হাসবে
তোমার হাসিতে হাসবে এই পৃথিবী,
মানুষ মানুষকে ভালোবেসে বলবে
চলো সবাই আমরা একসাথে বাঁচি।
মানুষ মানুষকে নিয়ে একসাথে বাঁচাই তো মানবতা,
বন্ধু মানুষগুলো সবাই একসাথে বাঁচলে
সেদিন পৃথিবীটা সুন্দর হবে না?
হ্যাঁ, অনেক সুন্দর লাগবে সেদিন এই পৃথিবী
যতটা অসুন্দর দেখায় আজ!
এর চেয়েও অধিক সুন্দর দেখাবে সেদিন,
এই পৃথিবী সুস্থ হবে একদিন, সুস্থ থাকো তুমি।
আমরা যদি এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে
বিজয়ী হতে পারি, যদি বেঁচে যাই এই যাত্রায়
সেদিন পৃথিবী হাসবে
নতুন ভাবে তুমি বাঁচবে,
তুমি মানুষের জন্য লড়বে
তোমাকে এই যুদ্ধে বিজয়ী হতে হবে,
জয় মানুষেরই হবে বন্ধু।