এই দেহ খাইছে ঘুণে আপন কর্ম দোষে
দেখিয়া আপন কর্ম ষড়রিপু হাসে।
ধরি নাই মুর্শিদের চরণ করি নাই সাধন
মিছে মায়ায় ছিলাম আমি মজে পাপী মন।
হইলাম আমি দোষী আপন কর্ম দোষে
দেখিয়া আপন কর্ম ষড়রিপু হাসে।
পার ঘাটেতে গিয়া কান্দি আমি এখন
আমার আমানত আমায় দাও তোমায় দিছি যে ধন।
মুর্শিদ বিহীন এই ধন যায় না রাখা মন
যার আছে আপন মুর্শিদ ধন্য তার জীবন।
ধইরা রাখিও তুমি মুর্শিদের রাঙা চরণ
মুর্শিদ তোমার আপন বন্ধু যেদিন আসবে মরণ।
পার ঘাটেতে মায়ার নদীতে মুর্শিদ হইয়া মাঝি
পার কইরা নিবে অধমের ভাঙা তরী।
থাকতে সময় ওরে মন ধরো মুর্শিদের দুচরণ
মুর্শিদ তোমার আপন বন্ধু যেদিন আসবে মরণ।
এই দেহ খাইছে ঘুণে আপন কর্ম দোষে
দেখিয়া আপন কর্ম ষড়রিপু হাসে।