যতদিন ধইরা তোমারে দেখিনা
ততদিন ধইরা কিছুই দেখিনা।
তোমারে দেখিনা তাই কবিতাও লিখিনা
কবিতা লিখা ছাইড়া দিছি,
তুমি থাকতে কবিতা লিখতাম
আবৃত্তি কইরা তোমারে শুনাইতাম।
আমি এখন আকাশ দেখিনা
আমি এখন গায়ে বাতাস মাখিনা,
তোমারে দেখিনা তাই কিছুই দেখিনা।
ধনুক আমার বুক ক্ষত করছে
তুমি যাওয়ারই পর,
এখন এই বুক ক্ষত।
তুমি কেম্নে করলা পরকে আপন
আর আপনকে পর?
আমি এখন আপনা দেখিনা
কাউকে ভালোবাসি না।
জীবন হইয়া গেছে জাহান্নাম
যার আগুনে এখন মন পুড়ে,
কেহ দেখেনা কতটুকু ক্ষত
কতখানি পুড়ছে, পুড়া এখন এই দেহ।