খামের মাঝে সিভি আর সিভির মাঝে আমি
আর আমার মাঝে বসত করে বেকারত্বের ছবি
চাকরির খোঁজে পথে হেঁটে জুতা যায় ছিঁড়ে
বেকারত্বের বেদনা কেউ বোঝে নারে।
শিক্ষক দেয় শিক্ষা জীবন বাবা দেয় জ্ঞান
মা আমার আদর করে শোনায় ঘ্যান ঘ্যান
প্রেমিকা রাখে চাপে করতে বলে বিয়ে
বেকারত্বের বেদনা কেউ বোঝে নারে।
বন্ধু বান্ধব আত্বীয় স্বজন শোনায় নীতি কথা
কেউ আর জোগাড় করে দেয় না চাকরি একটা
আমার পথ হেঁটে আমি আমার কথা বলি
আমার মাঝে বসত করে বেকারত্বের ছবি।