ও মানুষ, মন ধোও তোমার মন ধোও না
মুর্শিদ নামের সাবান দিয়ে ধোও মনের যত ময়লা।
সরলে গরল মিশে গেলে মন হারাবে তুমি মান
স্বভাবে যে সরল, তাঁর কাছে শেখো সরল থাকার গান।
মুর্শিদ আমার দেওয়ানবাগীর পরশে কত লোহা হয়েছে সোনা
ও মানুষ, যাও না তাঁর কাছে যাও না, পাবে দয়াল রাসুলের ঠিকানা।
দেওয়ানবাগীর শিক্ষা নিলে পাবে তুমি ইমাম মাহদী
করে পাঠ দরূদে মাহদী, আমি গোলাম অসংখ্যবার স্বপ্নে দেখেছি।
মুর্শিদের চরণধুলি মাথায় নিয়ে মোহাম্মদী ইসলামের শান ও মান গাই
ও ভাই, আমি গোলামের দুঃখ কষ্ট চিন্তা ভয় কোনো কিছুই নাই।
সরলে গরল মিশে গেলে মন হারাবে তুমি মান
স্বভাবে যে সরল, তাঁর চরণধুলি মাথায় নিয়ে গাও তাঁর জয় গান।
ও মন তুমি মানুষ হও, আমার মুর্শিদের কাছে আছে খোদার ঠিকানা।
মুর্শিদ আমার দেওয়ানবাগীর পরশে কত লোহা হয়েছে সোনা
মুর্শিদ নামের সাবান দিয়ে ধোও মনের যত ময়লা।