আমি অধম ধ্বংস হয়ে যেতাম
দেওয়ানবাগীর নূরের কদম যদি না পেতাম,
ভালোবাসা কি নাহি জানিতাম
দেওয়ানবাগীর শিক্ষা নিয়ে তা জানিলাম।
আমি অধম ধ্বংস হয়ে যেতাম
দেওয়ানবাগীর নূরের কদম যদি না পেতাম,
আল্লাহ পেলাম রাসুল পেলাম
দেওয়ানবাগীর গোলামি করে পশু থেকে মানুষ হলাম।
মুর্শিদ বাবা দেওয়ানবাগী মানুষ গড়ার কারিগর
শক্ত করে আশেক তাঁর নূরের কদম ধর,
দমন করে লোভ লালসা হিংসা বিদ্বেষ
মোরাকাবায় খুঁজে লও তোমার আপন দেশ।
ধন্য বাবা আমরা আপনার শুভ জন্ম এই বাংলায়
থাকি যেন জীবনভর আপনার নূরের চরণ তলায়।
আমি অধম ধ্বংস হয়ে যেতাম
আপনার নূরের কদম যদি না পেতাম।