মন, লইয়া সকল বেদনা অন্তরায়
ছুটিয়াছে এক প্রান্ত থেকে-
আরেক প্রান্ত ‘সুখের আশায় হায়!
কে বা কারা কোন কালে পেয়েছিল সুখ,
কাহার জন্য কাঁদে মন হৃদয়ে লইয়া দুখ।
মহান মানুষ হইয়াছে বুঝি সে
ভুলিয়া নিজের দুঃখ বেদনা,
বিলিয়ে দেয় সুখ-
দেখিয়া অন্যের কষ্ট যন্ত্রণা।
কখনো বৃষ্টি কখনো রোদ্দুর
মাটির পিঞ্জিরায়!
মাটির পিঞ্জিরা লইয়া মানুষ
কতো বড়াই করে ধরায়,
এই পিঞ্জিরা ভেঙ্গে যেতে
নাহি লাগে সময়,
পিঞ্জিরার মাঝে যেজন থাকে-
সেজন দয়াময়।
মাটির পিঞ্জিরা লইয়া মানুষ
এতো বড়াই করে,
যারে লইয়া করার কথা
আমরা মানুষ তারে নাহি ধরে।