মানুষের কতকিছু থাকে, গাড়ি থাকে বাড়ি থাকে
ব্যাংক একাউন্ট থাকে, হাজার কোটি টাকা থাকে।
আমার নেই কিছুই, গাড়ি নেই বাড়ি নেই
ব্যাংক একাউন্ট নেই, হাজার কোটি টাকা নেই।
দুচোখ বন্ধ করে আপন ঘরে গিয়ে দেখি
(আমার আমি) বলতে কিছুই নেই আমার।
প্রিয়তমা,
অধমের জীবনে লেখা সকল গ্রন্থ স্বত্বাধিকারী তুমি।
তোমাকে দিয়ে যেতে চাই, তোমার কাছে রেখে যেতে চাই আমি।
তোমার হাসি চাঁদের চেয়ে সুন্দর, সুন্দর তুমি
তোমার হাসি ভালোবাসি আমি।
প্রিয়তমা,
তোমার হাসি সেদিনও যেনো দেখতে পাই
যেদিন ডাকপিয়ন তোমার বাড়ি আমার মৃত্যুর খবর নিয়ে যাবে।
প্রিয়তমা,
তোমার চোখে জল মানায় না
তুমি কান্না করলে ব্যথা পাবো আমি।
কি আছে জীবনে আমার।
ভালোবেসে যাক এই হৃদয় তোমায়।
তুমি ভালো থেকো সুস্থ থেকো সে প্রার্থণা আমার।