কী বানাইলি রে বন্ধু কী বানাইলি আমায়
দুঃখ এখন আর আমায় দুঃখ দেয় না
সুখ এখন আর আমার প্রয়োজন হয় না
ঘৃণা আর অবহেলা দে আমায় আরও দে
যত ইচ্ছে কর অপমান মনেপ্রাণে।
এই যদি হয় তোর প্রেমের নীতি দিতে কষ্ট ব্যথা
দিস তুই বলবো না কোনদিনও তোর বিরুদ্ধে প্রতিবাদী কথা
যত পারিস দিস বন্ধু দিস আমায় ব্যথা
কী বানাইলি রে বন্ধু কী বানাইলি আমায়
দুঃখ এখন আর আমায় দুঃখ দেয় না
সুখ এখন আর আমার প্রয়োজন হয় না।
তোর দেয়া ঘৃণা আর অবহেলা আমার কাছে শ্রেষ্ঠ ভালোবাসা
যত দিবি কষ্ট আমায় তত কাঁদবি তুই
আমি তো জানি তুই দরদি আমার প্রাণের বন্ধু সই
কী বানাইলি রে বন্ধু কী বানাইলি আমায়
তুই বিহীন নিঃশ্বাস আমার বন্ধ হইয়া যায়।