১.
অধম মৃত্যু কি?
দেহের সাথে রুহের বিচ্ছেদ।


২.
মানুষকে জ্ঞান দেয়ার জন্য নয়, আমার জন্ম
মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য।


৩.
আবার যদি আসিস অধম এই দুনিয়ায়
মানুষ তুই ভালোবাসিস ভাই,
দুঃখ দিয়েছে ঘৃণা করেছে কি হয়েছে তাতে?
সবাই কি আর জানে এই মানুষে ইশ্বর থাকে।


৪.
সারাজীবন রূপের নিলি যত্ন
আপন মাঝে আছে রত্ন,
তার খবর নিয়েছিস কি অধম?
দমে দমে শেষ হচ্ছে তোর সাধের মানবজনম।


৫.
আমি অধম দুধের শিশু
জ্ঞান শক্তি নাই কিছু
ঘুরি জ্ঞানীর পিছু পিছু
যদি কর্মফলে ভাগ্যে মিলে
জ্ঞানের পরশ আপন মাঝে।


৬.
আমি জ্ঞানী নই
আমি পণ্ডিতও নই
আমি অধম হই।


৭.
সুখ দুঃখ যার কাছে সমান সে শুদ্ধ পুরুষ, কেন কাঁদিস মন?
সুস্থ আছিস ভালো আছিস মনে রাখিস অধম।


৮.
কাঁধেতে ঝুলিয়ে ব্যাগ গায়েতে পাঞ্জাবি
রাখিলে লম্বা চুল আর দাড়ি
তাতে কি অধম তুই কবি হবি?
কাগজে কলম ঘষিলে হয় কি কবিতা
যদি না হৃদয় থেকে বের হয় শব্দ কথা।



৯.
সমালোচনা করার মানুষ পৃথিবীতে অভাব নাই
অধম তুই নিজের প্রশংসা নিজেই করিস ভাই,
লেজ ছাড়া কুকুরগুলো ঘুরে এই শহরে
সুযোগ পেলে খেয়ে দেয় মেধা, মাংস খায় যেমন করে।


১০.
কোনকিছুর আশা অধম তুই করিস না
তোর আছে যতটুকু এই মানুষকে দিয়ে যা,
যদি ওরা মানুষ হয় বলবে তোর কথা
নয়তো থাকবি তুই তোর মতো করে একা,
মৃত্যু তোর হবে অধম একদিন
সে কথা ভেবে পথ চলিস, তুই করিস না কখনো ঋণ।