কত জ্ঞানী গুণী বলে গেলো
রেখে গেলো জ্ঞানের কথা,
তবুও মন রইলি তুই বাঁকা
কবে সোজা হবি বেটা!
পরের ধন মেরে খেয়ে
সেজদা দিলে মসজিদ ঘরে,
যায় কি পাওয়া মাওলা?
আসবে না আর কোনো কাজে
সেজদা দিলে তুই মসজিদ ঘরে,
নিজের মন যায় মরে
পরের ধন খেলে মেরে।
“কাহারে করিছ ঘৃণা তুমি ভাই,
কাহারে মারিছ লাথি?
হয়তো উহারই বুকে ভগবান
জাগিছেন দিবা-রাতি!”
জাতীয় কবির কথা
কবে সোজা হবি বেটা!
কত জ্ঞানী গুণী বলে গেলো
রেখে গেলো জ্ঞানের কথা
তবুও মন রইলি তুই বাঁকা,
কবে সোজা হবি
কবে মানুষ হবি?
নিজের মন যায় মরে
পরের ধন খেলে মেরে।