আমি যদি মানুষ হতাম,
চেহারাটা নিকৃষ্ট হতো না
মনটা নিকৃষ্ট হতো না।
আমি যদি মানুষ হতাম,
থাকতো না আমার কোনো দুঃখ
থাকতো না আমার কোনো কষ্ট।
আমি যদি মানুষ হতাম,
আমার চেহারাটা থাকতো ভালো
আমিই হতাম জগতের আলো।
আমি যদি মানুষ হতাম,
মানুষের উপকারে আসতাম
মানুষ ভালো বাসতাম।
মানুষ কখনো মানুষের ক্ষতি করে?
মানুষ মানুষের কখনো ক্ষতি চায়?
যে মানুষ, সে মানুষের জন্য রয়
যে মানুষ, সে মানুষের বন্ধু হয়।
এই যে আমরা মানুষ, মানুষ হয়ে
একে মারি, ওকে ধরি
অন্যের ক্ষতিতে আনন্দে হাসি!
আমি আর মানুষ হলাম কই
মানুষ হলে কি এতো নিকৃষ্ট হই!
যারা মানুষ,
তারা মানুষের মঙ্গল কামনা করে।