আবার যদি জনম পাই
মানব হয়ে আসব না আর ধুলির ধরায়
মানব হয়ে জন্ম নিলে
এতো দুঃখ কেন দেয় বিধাতায়।
যখন ছিলাম মাওলার কাছে
ছিলাম নিষ্পাপ
ছিল না খাওয়া দাওয়া
নিঃশ্বাসের অভাব।
দেখে মায়ার সংসার
দুঃখ লাগে অন্তরে
স্বার্থ ছাড়া মানুষ আপন হয়
এমন মন কোথায় রে।
যদি আবার জনম পাই
মানব হয়ে আসব না আর ধুলির ধরায়।
যখন পাঠালে মায়ের কোলে
নিজের বুঝ কেন দিলে
মায়ের কোলোই ভালো ছিলাম
বড় হলাম না যেন পাপী আগুনে ঝাপ দিলাম।
যখন ছিলাম নিস্পাপ
ছিল না খাওয়া দাওয়া
নিঃশ্বাসের অভাব।
আবার যদি জনম পাই
মানব হয়ে আসব না আর ধুলির ধরায়
মানব হয়ে জন্ম নিলে
এতো দুঃখ কেন দেয় বিধাতায়।