আহারে গীতা আহারে কুরআন
আহারে বাইবেল আহারে ত্রিপিটক
তোমাদের মাঝে খুঁজিয়া বেড়ায়
খোদা, ভগবান, ইশ্বর! কতশত নির্বোধ।
কালির লেখাতে কী থাকে
খোদা, ভগবান, ইশ্বর?
মানুষকে সম্মান করো
মানুষকে মূল্যায়ন করো,
মানুষই হচ্ছে শ্রেষ্ঠ।
মানুষ ছাড়া ধর্ম নাই
সৃষ্টিকর্তা বানিয়েছে মানুষ
মানুষ বানিয়েছে ধর্ম ভাই,
মানুষ যদি না থাকে
ধর্ম মানবে কে—
ধর্ম পালন করবে কে?
মানুষ বাঁচলে ধর্ম বাঁচবে।