যদি তোরে ভুলে যায়
চোখে জল ফেলিস না
ওরে চোখের জল ফেলে
চোখ ঘোলা করিস না
ওরে বন্ধ ঘরে অন্ধকারে
দেখ তারে
যেজন তুই একজনা
চোখে জল ফেলিস না
ভুলে যাওয়াই মানুষের
বিশেষ গুণ
ওরে প্রয়োজন শেষে
যেমন করে পড়ে থাকে
পথে ফুল
কে রেখেছে কারে মনে
কার হৃদয় পানে
ওরে চাঁদের আলো সূর্য ভালো
লাগে না কালো
প্রয়োজন শেষে কে রাখে মনে
যদি তোরে ভুলে যায়
চোখে জল ফেলিস না
যদি তোরে ভুলেই যায়
ভুলে যেতে দে
তুই থাক নিজের মতো করে
কে রেখেছে কারেই মনে