মুখ চাঁদের মত হাসে চাঁদের মত
মন আলোকিত শিশুদের মন আলোকিত।
হাসে তারা বলে কথা
ঘুচে দেয় মনের ব্যথা,
চাঁদের মুখে চাঁদের কথা।
শিশুদের মাঝে বিধাতার
ভালোবাসা লুকিয়ে থাকে,
শিশুদের বাসলে ভালো
মনে পাবে শান্তি, থাকবে তুমি ভালো।
অহংকারী মানুষ কী শিশুদের মন বুঝে
কোনো শিশু অপরাধী হয়ে জন্মায় না যে।
শিশুদের বাসো ভালো
পাবে তুমি ভালোবাসা, থাকবে তুমি ভালো।
নয় অবহেলা নয়
শিশুরাই করবে বিশ্বজয়।
পথের শিশুরা আগামীর নক্ষত্র তখনই হবে
যখন তাদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে
হাতে খাতা কলম তুলে দেয়া যাবে।
মুখ চাঁদের মত হাসে চাঁদের মত
শিশুদের মন আলোকিত মন আলোকিত।
হাসে তারা বলে কথা
ঘুচে দেয় মনের ব্যথা,
চাঁদের মুখে চাঁদের কথা।