আমার মায়ের মতো একটা প্রেমিকা হোক।
যার বুকে মাথা রাখলে আমার সারাদিনের ক্লান্তি দূর হবে।
যে আমার মুখ দেখলেই বুঝবে কি চাই,
সে বলবে তুমি চিন্তিত হইও না, আমি তো আছি তোমার পাশে।
আমার মনখারাপের দিনে সে হবে ভালো করার ওষুধ,
দুঃখ পেলে জড়িয়ে ধরে দিবে সুখ,
আমার পছন্দের খাবার, পছন্দের পোশাক
আমার প্রয়োজনীয় জিনিসপত্র রাখবে হাতের কাছে,
যখন যা দরকার সে সাজিয়ে রাখবে চারপাশ ঘিরে।
আমার মা আমাকে যেমন ভালোবাসে, আমার খেয়াল রাখে
অসুখ হলে কপালে জলপট্টি, রাত জেগে পাহারা দেয়া
জিজ্ঞেস করে ‘তোমার কি খুব যন্ত্রণা হচ্ছে!
এমন একটা প্রেমিকা চাই-ই চাই।
যে আমার মায়ের মতো হবে কিন্তু মা নয় স্ত্রী সে,
যার সাথে আমি বাঁধবো জন্মান্তরের বন্ধন।


-২


আমার বাবার মতো একটা প্রেমিক হোক।
যার হাত ধরে আমি পাড়ি দিতে পারবো সাত সাগর তেরো নদী অনায়াসে।
যে হবে দায়িত্বশীল প্রেমিক,
ঠিক একজন বাবা যেমন তার মেয়ের খেয়াল রাখে।
যার কাছে আমি মন খুলে আমার মনের সকল কথা বলে দিতে পারবো,
যার কাছে আমি নিরাপদ, আমি চিন্তিত নই।
আমাদের মাঝে ঝগড়া হলে, আমি অভিমান করলে
সে আমার মান ভাঙাতে ঘুরতে নিয়ে যাবে পাহাড়ে বা সাগর পাড়ে,
হঠাৎ ফুল এনে হাতে দিয়ে বলবে স্যরি!
আমার বাবার মতো বলবে মেয়েদের অতো রাগতে নেই,
তাতে সুন্দর দেখায় না-গো, উজ্জ্বল হাসি প্যাঁচার মতো লাগে।
প্রিয় রং, প্রিয় ফুল, প্রিয় গান, প্রিয় কবিতা নিয়ে—
আড্ডা হবে আমাদের দুজনার মাঝে।
যে হবে ঠিক আমার বাবার মতো কিন্তু বাবা নয় স্বামী সে,
যার সাথে আমি বাঁধবো জন্মান্তরের বন্ধন।