তোমার জন্য আমার বড্ড মায়া হয়,
তোমার কথা খুব মনে পড়ে,
আমার কথা কি তোমার মনে পড়ে?
তোমার জন্য আমার এতো মায়া হয় কেনো?
একটিবারও কি আমাকে তোমার মনে পড়ে না?
জানো, পাখির মায়া হয় গাছের জন্য,
জানো, আকাশের মায়া হয় রংধনুর জন্য,
জানো, মাটির মায়া হয় মৃত মানুষের জন্য,
আমার জন্য তোমার কোনো মায়া হয় না?
আমি তো ঐ গাছের মতোই অসহায়,
ঐ মৃত মানুষের মতোই,
তোমাকে ছাড়া রংধনু হতে পারিনা,
আমার সব রং তুমি, তুমিই অস্তিত্ব।