যুগে যুগে আসিয়া
ভালো তুমি বাসিয়া
আমি ভালো বাসতে তোমায়
পারিনি পারিনি।
যদি ভালো বাসতাম তোমায়
দূর হইতো দূর হইতো
আমার হৃদয়ের কালো,
পাইতাম আমি পাইতাম আমি
আমার হৃদয়ে আলো।
চলল না মন সুপথে
বেড়াই আমি কুপথে,
যদি ভালো বাসতাম তোমায়
পাইতাম আমি পাইতাম আমি
আমার হৃদয়ে আলো।
ধরলাম দেওয়ানবাগীর কদম
আমি পাপী অধম,
এবার দেখা দাও তুমি
দেখবো আমার হৃদয় ঘরে,
চাঁদের মাঝে যেই রূপ
দেখিয়াছি আমি।
যুগে যুগে আসিয়া
ভালো তুমি বাসিয়া
আমি ভালো বাসতে তোমায়
পারিনি পারিনি।
যদি ভালো বাসতাম তোমায়
দূর হইতো দূর হইতো
আমার হৃদয়ের কালো।