দূর থেকে দেখে গেছি বহু বছর,
অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।
আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,
আমি এক বোকা কৌশল ছিল না জানা
তাই দূর থেকে দেখে গেছি বছরের পর বছর, আপনার তা অজানা।
আমি যখন আপনার সামনে গিয়ে কথা বলতে চাইতাম,
কথা বলতে গিয়েও আর কথা নাহি বলতাম,
বুক ধুপ ধুপ করে কেঁপে উঠতো
আমার হাত পা কেঁপে উঠতো,
মনে হতো কি থেকে কি বলে কোন ভুল হয়, তখন যদি ভুল বুঝেন,
ভেতর জুড়ে শুধু ভয় আর ভয়।